ব্রিটিশ ভারতে শিক্ষার বিস্তার

  1. হিন্দু কলেজ ডেভিড হেয়ার,1817 খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠা করেন।
  2. হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়।
  3. হেয়ার সাহেব প্রতিষ্ঠিত পটলডাঙার বিদ্যালয়টির নাম হেয়ার স্কুল।
  4. হিন্দু বালিকা বিদ্যালয়ের বর্তমান নাম বেথুন স্কুল।
  5. শ্রীরামপুর কলেজ 1818 খ্রিষ্টাব্দে উইলিয়াম কেরি প্রতিষ্ঠা করেন।
  6. রিপন কলেজের বর্তমান নাম সুরেন্দ্রনাথ কলেজ।
  7. 1911 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান ইন্সটিটিউট অব সায়েন্স প্রতিষ্ঠিত হয়।
  8. 1916 খ্রিস্টাব্দে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়।
  9. 1855 খ্রিস্টাব্দে প্রেসিডেন্সি কলেজ স্থাপিত হয়।
  10. 1855 খ্রিষ্টাব্দে হিন্দু কলেজ প্রেসিডেন্সি কলেজে উন্নীত হয়।
  11. 1857 খ্রিষ্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়।
  12. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম চ্যান্সেলর ছিলেন লর্ড ক্যানিং।
  13. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন স্যার জেমস উইলিয়াম কোলভিল।
  14. কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্র গ্রাজুয়েট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।
  15. কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় 1781 খ্রিষ্টাব্দে।
  16. কলকাতা মেডিকেল কলেজে স্থাপিত হয় 1835 খ্রিষ্টাব্দে।
  17. কলকাতা মেডিকেল কলেজের প্রথম ছাত্রী ছিলেন কাদম্বিনী বসু(গাঙ্গুলি)।
  18. কাউন্সিল অফ এডুকেশন গঠিত হয় 1842 খ্রিষ্টাব্দে।
  19. স্যার আশুতোষ মুখোপাধ্যায়-এর উদ্যোগে কলিকাতা বিশ্ববিদ্যালয় কলেজ প্রতিষ্ঠিত হয়।
  20. হাজি মোহম্মাদমহসীনের নামানুসারে হুগলি মহসিন কলেজ এর নামকরণ করা হয়েছে।
  21. সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে।
  22. রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন।
  23. জাতীয় শিক্ষা আন্দোলনের অন্যতম প্রবক্তা সতীশচন্দ্র মুখোপাধ্যায়।
  24. জাতীয় শিক্ষা পরিষদ 11 মার্চ, 1906 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
  25. জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি ছিলেন সত্যেন্দ্রনাথ ঠাকুর।
  26. ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি।
  27. ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয় 1800 খ্রিষ্টাব্দে।
  28. প্রেসিডেন্সি কলেজের প্রতিষ্ঠাতা হলেন ডেভিড হেয়ার।
  29. বাংলার প্রথম মহিলা স্নাতক ছিলেন চন্দ্রমুখী বসু ও কাদ্বম্বিনী গাঙ্গুলি।
  30. বিশ্বভারতী 1921 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়।
  31. মাতৃভাষায় শিক্ষাদানের কথা বলেন রবীন্দ্রনাথ ঠাকুর।
  32. বর্তমান বিশ্বভারতীর আদি নাম ছিল ব্রম্মচর্যাশ্রম।
  33. বারাণসী সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় 1792 খ্রিষ্টাব্দে।
  34. ভারতীয় বিশ্ববিদ্যালয় আইন পাস হয় 1904 খ্রিষ্টাব্দে।
  35. বিশ্বভারতী 1951 খ্রিস্টাব্দে ভারতের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উন্নীত হয়।
  36. বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউ, ওয়ার্কস-এর প্রতিষ্ঠাতা আচার্য প্রফুল্লচন্দ্র রায়।
  37. বেঙ্গল টকনিক্যাল ইন্সটিটিস্টটের প্রতিষ্ঠাতা স্যার তারকানাথ পালিত।
  38. বেঙ্গল টেকনিক্যাল ইন্সটিটিউট-এর অপর নাম কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ।
  39. ওয়ারেন হেস্টিংস সন্ন্যাসী ও ফকির বিদ্রোহের নামকরণ করেন।